কালের স্বাক্ষী বহনকারী কুশিয়ারা নদীর তীরে গড়ে উঠা আজমিরীগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো কাকাইলছেও ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ কাকাইলছেও ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৪নং কাকাইলছেও ইউনিয়ন ।
খ) আয়তন – ৭,৬১১ একর। (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
গ) লোকসংখ্যা – ২৯,০৪৭ জন (প্রায়)। (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ৪৭ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১২ টি।
চ) হাট/বাজার সংখ্যা -২ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – নৌকা, মটর বাইক।
জ) শিক্ষার হার – ৩৯.২%। (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি।
ঞ) বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি।
ট) মাধ্যমিক বিদ্যালয়ঃ- ০১টি।
ঠ) নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ঃ- ০১টি।
ড) মাদ্রাসা- ০১টি।
ঢ) এতিমখানা-০১টি।
ণ) ধর্মীয় প্রতিষ্ঠানঃ-মন্দির-১১টি, মসজিদ-৩৪টি, মক্তব-১০টি ।
ত) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
থ) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৬২ খ্রিঃ।
দ) গ্রাম সমূহের নাম –
০১) ঘরদাইর কান্দা ০২) যাত্রাপুর ০৩) রমনীপুর ০৪) শরীফপুর
০৫) কাদিরপুর ০৬) কালনীপাড়া ০৭) জয়নগর ০৮) নোয়াহাটি
০৯) বদরপুর ১০) বাহাদুরপুর ১১) মির্জাপুর ১২) মনিপুর
১৩) সৌলরী ১৪) ইনাতনগর ১৫) উমেদনগর ১৬) কন্যাজুরী
১৭) গোপালপুর ১৮) গোসাইপুর ১৯) জমিগোয়ালগাও ২০) নরসিংহপুর
২১) মেঞ্জারহাটি ২২) মাহমুদপুর ২৩) বিন্যাখালী ২৪) রুদ্রনগর
২৫) হাড়গড়াহাটি ২৬) কাকাইলছেও ২৭) কৃপালনগর ২৮) কুমেদপুর
২৯) চাঁনপুর ৩০) জগন্নাথপুর ৩১) ডেমিকান্দি ৩২) ফথরাবাদ
৩৩) মহেশনগর ৩৪) শ্যামপুর ৩৫) খলাপাড়া ৩৬) গৌরনগর
৩৭) গঙ্গানগর ৩৮) চরহাটি ৩৯) রাজনগর ৪০) রসুলপুর উঃ
৪১) রসুলপুর দঃ ৪২) আনন্দপুর ৪৩) আঃ শরীফপুর ৪৪) আলীপুর
৪৫) মাহতাবপুর ৪৬) রাহেলা ৪৭) কামালপুর
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS