‘‘গৃহীত প্রকল্প সমুহ’’
০১) ৫নং ওয়ার্ডের হাজী আব্দুল হেকিম ভুইয়া উচ্চ বিদ্যালয়ের
রাস্থায় সিসি ঢালাই প্রকল্প। বরাদ্দ ১,৫০,০০০.০০ টাকা।
০২) ৭নং ওয়ার্ডের আনন্দপুর(শরীফপুর) গ্রামের শরীফ মিয়ার বাড়ী হইতে
আব্দুল হামিদ আনসারীর বাড়ী পর্যন্ত রাস্থায় সিসি ঢালাই প্রকল্প। বরাদ্দ ১,৫০,০০০.০০ টাকা।
০৩) ৪নং কাকাইলছেও ইউনিয়নের বিভিন্ন গ্রামে স্যানিটারী ল্যাট্রিন সরবরাহ প্রকল্প ।
বরাদ্দ ১,০০,০০০.০০ টাকা।
০৪) ২নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে(১. আনোয়ার খাঁ, পিমৃ-নুর জামান খাঁ, গ্রাম-সৌলরী,
২.জিতেন্দ্র সুত্রধর, পিমৃ- হৃদয় সুত্রধর, গ্রাম-বদরপুর, ৩. মিশ্রী বেগম,
স্বামৃ-আবুল বাসার, গ্রাম-মনিপুর নোয়াহাটি, ৪. হাছেন আলী, পিতৃ-মহববত আলী,
গ্রাম-কালনীপাড়া, ৫. ইছব আলী, পিতৃ-হাছন আলী, গ্রাম-কালনীপাড়া) অগভীর
নলকুপ স্থাপন প্রকল্প।
বরাদ্দ ৯৫,০০০.০০ টাকা।
০৫) ৬নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে(১. মন্তাজ আলী, পি- ইদা গাজী, গ্রাম- রসুলপুর,
২.ইকবাল হোসেন, পি- ছিদ্দিকুর রহমান, গ্রাম- রসুলপুর, ৩. রহমান মিয়ার বাড়ীর
মসজিদ, গ্রাম- রসুলপুর,৪. আব্দুর রহিম, পি- রহমত আলী গ্রাম- রসুলপুর,
৫.মেহের বানু, স্বা- হোসেন আলী, গ্রাম- রসুলপুর) অগভীর নলকুপ স্থাপন প্রকল্প।
বরাদ্দ ৯৫,০০০.০০ টাকা।
০৬) ৮নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে(১. মো: আছারুল হক চৌ:, পিমৃ-আলী হায়দার চৌ:,
গ্রাম-মাহতাবপুর, ২. বাবুল মিয়া, পিমৃ-হরমুজ মিয়া, গ্রাম-রাহেলা,
৩.বাদল মিয়া, পিমৃ-ময়না মিয়া, গ্রাম-রাহেলা, ৪. মো: মহিবুর রহমান,
পিমৃ-আয়েত আলী, গ্রাম-রাহেলা, ৫. মো: অলেক মিয়া, পিমৃ-হাকি মিয়া, রাহেলা)
অগভীর নলকুপ স্থাপন প্রকল্প।
বরাদ্দ ৯৫,০০০.০০ টাকা।
সর্বমোট = ৬,৮৫,০০০.০০ টাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস