Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিজিডি

 

একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নারীর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ। দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। এ বিশাল জনগোষ্ঠীকে উন্নত করতে না পারলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এ বিবেচনায় নারী উন্নয়নে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসুচির মধ্যে ভিজিডি কর্মসুচি অন্যতম। গ্রামীন মহিলাদের সামাজিক সুরক্ষা ও দরিদ্র অবস্থার উন্নয়নে দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসুচি সরকারের সরববৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসুচি। এ কর্মসুচির মূল উদ্দেশ্য হল দরিদ্রপীড়িত এবং দুঃস্থ গ্রামীণ মহিলাদেরকে খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি নিজেদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। “স্বনির্ভরতার জন্য সহায়তা” এই মূল নীতি অনুসরণের মাধ্যমে নিজস্ব উদ্যোগে চরম দরিদ্র অবস্থা হতে বের হয়ে আসতে এই কর্মসুচি মহিলাদের যোগ্য করে তোলে। মহিলারা ওয়ার্ডভিত্তিক ক্ষুদ্র দলের মাধ্যমে ইউনিয়ন পরিষদ ভিজিডি কমিটি কর্তৃক নির্বাচিত হয়। ভিজিডি মহিলারা প্রশিক্ষণ প্যাকেজ সেবা গ্রহণের পাশাপাশি ২৪(চব্বিশ)মাস ধরে ৩০কেজি গম/চাল খাদ্য সহায়তা পেয়ে থাকে। এই ২৪(চব্বিশ)মাস সময়কালকে একটি ভিজিডি চক্র হিসেবে গণ্য করা হয়।

 

ভিজিডি তালিকায় মহিলাদের অন্তর্ভুক্তির শর্তাবলি-

১। অতিমাত্রায় খাদ্যনিরাপত্তাহীন অর্থাৎ যে পরিবারের সদস্যরা প্রায়ই খাদ্যের অভাবে প্রতিদিন কোন না কোন বেলার খাবার খেতে পারেন না।

২। প্রকৃত অর্থে ভুমিহীন অর্থাৎ যাদের কোন জমি নাই অথবা ০.১৫ একরের কম জমির মালিক। এ ক্ষেত্রে ভুমিহীন পরিবার অগ্রাধিকার পাবে।

৩। বসতবাড়ীর অবস্থা খুবই নিম্নমানের।

৪। যেসব পরিবার দৈনিক বা অনিয়মিত দিনমজুর হিসেবে অতি সামান্য আয় করে জীবিকা নির্বাহ করে এবং সুনির্দিষ্ট কোন আয়ের উৎস নাই।

৫। পরিবার প্রধান মহিলা এবং কোন উপার্জনক্ষম পুরুষ সদস্য অথবা কোন আয়ের উৎস নেই।

 

অন্যান্য শর্তাবলি-

১। একটি পরিবার মাত্র একটি ভিজিডি কার্ড পাবে।

২। নির্বাচিত মহিলাগণ বিনা শর্তে এবং বিনা মূল্যে ভিজিডি কার্ড পাওয়ার অধিকারী। কার্ড প্রাপ্তির বিনিময়ে কোন অবস্থাতেই কোন প্রকার সেবা প্রদানে বা মূল্য প্রদানে বাধ্য নয়।

৩। সঠিক বয়স জানার জন্য জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র প্রদর্শন আবশ্যক।

৪। মহিলাদের বয়স ১৮ হইতে ৪০ বৎসরের মধ্যে হইতে হবে।

 

ভিজিডি তালিকা দেখার জন্য নিচের লিংকটিতে ক্লিক করুন-